top of page
Search
Writer's picturepsychelogossm

Selective Serotonin Reuptake Inhibitor

অ্যান্টিডিপ্রেসেন্টস (SSRI), এর কাজ, ব্যবহারে সুফল ও দীর্ঘ মেয়াদী ব্যবহারে সৃষ্ট শারীরিক ও মানসিক ঝুঁকি সমূহ :

সিলেক্টিভ সেরেটোনিন রিআপটেক ইনহিবিটরস বা ssri হলো একধরনের এন্টি ডিপ্রেসেন্ট যা কিনা মনোবিজ্ঞান এর জগতে এক অতি পরিচিত একটি নাম।এটি মূলত ডিপ্রেশনের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়।ssri যদিও ডিপ্রেশন এর চিকিৎসায় অনেক উপকারী একটি বস্তু এবং এর ব্যবহারে ডিপ্রেশনের লক্ষণ গুলো অনেক টাই কমে আসে,এর সঠিক ব্যবহার না করা হলে রোগী ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে। তাই ssri সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক

যেসব রোগে ssri ব্যবহৃত হয়:

ssri মূলত ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত হয়।তবে এর আরো কিছু গুণ থাকার কারণে এটি আরো কিছু রোগের চিকিৎসা তেও ব্যবহার করা হয়।যেমনঃ

১.অবসেসিভ কমপালসভ ডিসর্ডার (ওসিডি)

২.প্যানিক ডিসঅর্ডার

৩.গুলিমিয়া

৪.পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসর্ডার (PTSD)

৫.প্রিজমার্শাল ডিস্ফোরিক ডিসর্ডার (পিএমডিডি)

৬.হট ফ্লাশ মেনোপজ

৭.ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার(DPD)

৮.খাদ্যে অনীহা

৯.সোশাল এনজাইটি ইত্যাদি

পার্শ্বপ্রতিক্রিয়াঃ

যদিও ssri তুলনামূলক ভাবে নিরাপদ, তবুও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।সেগুলো হলোঃ

১.বমি বমি ভাব

২.ডায়রিয়া

৩.মাথা ব্যাথা

৪.ঝিমানি ভাব

৫.মুখ শুকিয়ে যাওয়া

৬. ইনসমনিয়া (অনিদ্রা)

৭.অস্থিরতা

৮.স্নায়ু দুর্বলতা

৯.মাথা ঘোরা

১০.বিভিন্ন যৌন সমস্যার সম্মুখীন হওয়া

১১.ওজন কমে যাওয়া

১২. খাদ্যে অনীহা ইত্যাদি

আত্মহত্যার সম্ভাবনা ও ssri:

ssri নিরাপদ হলেও FDA কর্তৃক এটিতে black box warning দেয়া আছে।অর্থাৎ কিছু ক্ষেত্রে কিশোর কিশোরী এবং ২৫ বছর কম বয়সী যুবক যুবতীদের আত্মহত্যা প্রবণতা দেখা দিতে পারে।ssri এর ব্যবহারের সর্বোচ্চ মাত্রা ৪০ মিলিগ্রাম।ব্যক্তিবিশেষে এন্টিডিপ্রেসেন্টের মাত্রায় তারতম্য দেখা দিতে পারে।তবে অতিরিক্ত এন্টিডিপ্রেসেন্ট সেবন মানুষ কে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিডিপ্রেসেন্ট গ্রহণ করা একেবারেই অনুচিত।

মেজর ডিপ্রেশন এবং অন্যান্য মানসিক রোগে ssri এর ভূমিকা অনস্বীকার্য। তবে আজকাল অনেকেই সচেতনতার অভাবে এবং ভূল চিকিৎসার অভাবে এর ভূল ব্যবহার করে থাকে যা একেবারেই অনুচিত। তাই এর সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত হল,এর ব্যবহার এর ক্ষেত্র ও ব্যবহারবিধি সম্পর্কে জানুন এবং সঠিক মাত্রায় এটি গ্রহণ করে নিজের সুস্থতা নিশ্চিত করুন।মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যর মতোই সমান গুরুত্বপূর্ণ। তাই একে অবহেলা না করে এর সঠিক যত্ন নিন।

Source:

Mayoclinic

Bn.lifehealthdoctor.con

Wikipedia

[Articles on this page does not provide any kind of medical advice. It is intended for informational purposes only. It is never a substitute for professional medical advice, diagnosis or treatment. Never ignore professional medical advice in seeking treatment because of something you have read on the this page. If you think you may have a medical emergency, immediately call your doctor.]



1 view0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page